ঢাকা

বাড়ির সামনেই বাসচাপায় প্রাণ গেলো নব দম্পতির

মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০১৬ , ০৬:১১ পিএম


loading/img

গোপালগঞ্জে নিজ বাড়ির সামনেই বাসচাপায় প্রাণ গেলো নব দম্পতির।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ফকিরকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার ফকিরকান্দি গ্রামের মৃত সাঈদুর রহমান বানাত শেখের ছেলে মোঃ খালিদ শেখ (২৮) ও তার স্ত্রী সুরাইয়া বেগম (১৮)।

বিজ্ঞাপন

নিহত খালিদের মামা হান্নান জানান, কলেজের পরীক্ষা শেষ করে সুরাইয়াকে নিয়ে খালিদ শেখ মোটরসাইকেলে গ্রামের বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে পৌঁছালে পেছন থেকে তাদের মোটারসাইকেল চাপা দেয়  নাজিরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মারা যান। 

তিনি জানান, খালিদ সৌদি প্রবাসী। ১ মাস আগে তিনি বিয়ে করার জন্য সৌদি থেকে গ্রামের বাড়িতে আসেন। গেলো ২১ নভেম্বর খালিদ একই উপজেলার পাশ্ববর্তী পাইকান্দি গ্রামের আনিছ খানের মেয়ে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী সুরাইয়া বেগমকে বিয়ে করেন।

গোপালগঞ্জের এএসপি সার্কেল মোঃ আমিনুল ইসলাম বলেন, ঘাতক দোলা পরিবহনের বাসটি গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা থেকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন
Advertisement

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |